জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি ও পড়শীর গাওয়া বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। শুধু গানই নয়, তাদের দ্বৈত গানের কিছু মিউজিক ভিডিও দর্শক সমাদৃত হয়। সর্বশেষ এই জুটি একসঙ্গে গেয়েছিলেন গেল ভালোবাসা দিবসে। ব্যস্ততা কাটিয়ে আবারো প্রায় পাঁচ মাস পর তারা একসঙ্গে গাইলেন।
এবার ঈদে নতুন একটি গান নিয়ে সবার সামনে হাজির হচ্ছেন রুমি-পড়শী। গানের নাম ‘সত্যি করে বল’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীত আয়োজন করেছেন আরফিন রুমি। গানটি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ পেতে যাওয়া আরফিন রুমির নতুন একক অ্যালবামে থাকছে। সম্প্রতি রুমির মোহাম্মদপুরস্থ স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে আরফিন রুমি বলেন, ‘আমার সঙ্গে পড়শীর গাওয়া বেশ কিছু গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় ‘সত্যি করে বল’ গানটি করলাম। পড়শী গেয়েছেও অসাধারণ। আমার মনে হয় শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’
পড়শী বলেন, ‘আরফিন রুমি ভাইয়া আমার খুব পছন্দের একজন সংগীত পরিচালক ও শিল্পী। তার সঙ্গে আমার অনেক গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার নতুন গান করলাম। ভালো লাগছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’
উল্লেখ্য, আরফিন রুমির নতুন এ অ্যালবামে থাকছে তিনটি গান। এর মধ্যে দুটি দ্বৈত ও একটি একক গান থাকছে। দ্বৈত অন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন ঐশী।
নিউজ ডেস্ক ।। আপডেট ৩:০০ পিএম,২২ জুন ২০১৬,বুধবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur