চাঁদপুরে আসন্ন ঈদুল আযহার পরেই বেকারীতে উৎপাদিক সকল পণ্যে মূল্য বাড়ানো হবে বলে জানিয়েছে জেলা কন্ফেকশনারী ও বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ সেপ্টম্বর) দুপুরে শহরের এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে সমিতির বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সমিতির নেতৃবৃন্দের দাবি করেন, ‘বেকারীতে উৎপাদিক পণ্যের কাঁচা মাল ও তেল -গ্যাসের দাম, এবং শ্রমিকদের মজুরি অনেক বেড়ে গেছে। এতে করে বেকারী মালিকরা পণ্য উৎপাদন করে খুব একটা লাভবান হতে পারছে না, বরং তাদের লোকসান গুণতে হচ্ছে। এ অবস্থায় তাদের উৎপাদিত পণ্যের মূল্য না বাড়ালে আরো বেশি লোকসান গুণতে হবে। তাই সর্ব সম্মতিক্রমে আগামি ঈদুল আযহার পরে মূল্য বাড়ানো বিষয়ে সবাই একমত পোষণ করেন।’
এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে কনফেকশনারী ও বেকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. আ. হান্নান মিয়া।
প্রধান অতিথি বলেন, ‘আমরা যারা এ ব্যাবসার সাথে জড়িত আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সৎভাবে ব্যবসা করবেন। আল্লাহ’র আইন মেনে ব্যাবসা করবেন, যাতে সাধারণ মানুষকে ঠকানো না হয়।’
এসময় তিনি অমানসম্মত খাবার তৈরি বন্ধ করতে এবং ভালো এবং মানসম্মত খাবার তৈরিতে সবার প্রতি অনুরোধ করেন।
তিনি বেকারী মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘ভালো খাবার বেশি দামে বিক্রি করলেও কেক্রতারা সন্তুষ্ট থাকে। এতে নিজেও লাভবান হবেন এবং ক্রেতারাও লাভবান হবে। ব্যাবসা মানেই লাভ-লোকসান, তবে বেশি লোকসান যাতে না হয় সেভাবেই ব্যাবসা পরিচালনা করা হবে।’
জেলা কনফেকশনারী ও বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব এসএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন বিএম হারুনুর রশীদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ব্রেড বিস্কুট প্রস্তুতকারক মালিক কল্যাণ সমিতির সভাপতি তারেক কামাল ইমতিয়াজ, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, লক্ষ্মীপুর জেলা বেকারী মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক আ. রহিম বাবু প্রমুখ।
এসময় জেলা বেকারী মালিক সমিতি ও উপজেলা সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম : আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur