সারাদেশে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় আজও ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন।
১১ জুলাই সোমবার ঈদের দ্বিতীয় দিন সকালে রাজধানীর অনেক স্থানে পশু কোরবানি করতে দেখা গেছে। তবে প্রথমদিনের তুলনায় এ সংখ্যা অনেক কম।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করতে পারেননি। তাই আজ কোরবানি দিচ্ছেন তারা।
দ্বিতীয় দিনে একাধিক কোরবানিদাতার সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমদিন সবাই কোরবানি করেন, তাই কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে তারা দ্বিতীয় দিনে পশু কোরবানি করেন।
গোলাপবাগের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ঈদের দিন কসাই পাওয়া কঠিন। তাই ঝামেলামুক্ত থাকতে প্রতি বছর দ্বিতীয় দিনেই গরু কোরবানি করি। এবারের ঈদেও দ্বিতীয় দিনেই পশু কোরবানি দিচ্ছি।
রাজধানীর শনির আখড়ার বাসিন্দা মজিবুর রহমান বলেন, প্রতিবার ঈদের দিনই পশু কোরবানি করি। এবার কসাই না পাওয়ায় আজ কোরবানি করছি। আর দ্বিতীয় দিনে কসাইয়ের খরচও কম। ঈদের দিন যেখানে ১২-১৩ হাজার টাকা দেওয়া লাগতো, আজ সেখানে ৫ হাজার টাকা দিলেই হচ্ছে। দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার এটিও একটি সুবিধা।
কসাইয়ের কাজ করা কালু মিয়া বলেন, গত দুই বছর তো অনেকে কোরবানি দেয়নি। তবুও মোটামুটি কাজ পাইছি। এ বছর অনেকেই যোগাযোগ করছে। ঈদের দিন আমরা চারটা গরু কাটছি। আজকে দুইটার কাজ নিছি। এখন একটা করতাছি, আরেকটা দুপুরে করুম। তবে আজকে রেট কিছুটা কম, গতকাল রেট বেশি ছিলো অনেক। আমরা মূলত গরুর দাম অনুযায়ী টাকা নিই।
বার্তা কক্ষ, ১১ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur