ঈদের দিন সন্ধ্যার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার (১৪ জুন) সকালে সচিবালয়ে কোরবানি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
বৈঠকে মন্ত্রী বলেন,‘ নির্দিষ্ট স্থানে পশু কোরবানির জন্য প্রতিটি সিটি করপোরেশনকেই নির্দেশনা দেয়া হয়েছে। তবে কোরবানির দু’সপ্তাহ বাকি থাকলেও সারাদেশে কতগুলো হাট বসবে তা মন্ত্রণালয় এখনও জানে না বলে জানান মন্ত্রী।’
তাজুল ইসলাম আরও বলেন, যত্রতত্র পশুর হাট বসানো যাবে না। কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে সামাজিক টিম গঠন করা হয়েছে। যাদের সমন্বয়ে যথাসময়ে বর্জ্য অপসারণ করা হবে।
১৬ জুন ২০২৩
এজি