চাঁদপুরে কখন কোথায় ঈদের জামাত

শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার বাংলাদেশে উদযাপিত হবে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর শনিবার ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের জামাত আদায় করবেন।

বরাবরের মতো এবারও ঈদের প্রধান জামাতটি হবে চাঁদপুর পৌর ঈদগাহ-সকাল- ৮.০০ মি.।

চাঁদপুর পুলিশ লাইন্স ময়দান-সকাল ৮.৩০ মি., চাঁদপুর সরকারি কলেজ মাঠ- সকাল ৮.০০ মি., চাঁদপুর আউটার স্টেডিয়াম-সকাল ৮.০০মি., বেগম জামে মসজিদ-সকাল ৮.৩০ মি.।

চিশতিয়া জামে মসজিদ সংলগ্ন হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ- ১ম জামাত ৮.০০মি. ২য় জামাত ৯.০০মি., পুরাণবাজার মধুসুধন উচ্চ বিদ্যালয় মাঠ- সকাল ৮.৩০ মি., বাবুরহাট স্কুল ও কলেজ মাঠ- সকাল ৮.০০ মি., পুরাণবাজার এমদাদিয়া মাদ্রাসা মাঠ- সকাল ৮.৩০ মি., জেলা কারাগার জামে মসজিদ- সকাল ৮.০০মি., পুরাণবাজার জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা মাঠ- সকাল ৮.৩০ মি., দক্ষিণ গুণরাজদী আহম্মদিয়া ঈদগাহ- সকাল ৮.৩০ মি.,পূর্ব শ্রীরামদি ৩নং গলির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ- সকাল ৮.৩০ মি., টেকনিকেল স্কুল মাঠ, চাঁদপুর- সকাল ৮.৩০ মি.।

বায়তুন নূর জামে মসজিদ ঈদগাহ রামদাসদী- সকাল ৮.৩০ মি., মসজিদে গোর-এ-গরিবা জামে মসজিদ- সকাল ৮.৩০ মি., চেয়ারম্যানঘাটা ঈদ জামাত- সকাল ৭.৩০মি., ওসমানিয়া কামিল মাদ্রাসা- সকাল ৮.০০মি., বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ- সকাল ৭.৪৫ মি., ঐতিহাসিক চেীধুরী বাড়ি জামে মসজিদ,পুরাণবাজার- – সকাল ৮.৩০ মি.।

স্টাফ করেসপন্ডেট, ২১ এপ্রিল ২০২৩

Share