ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে ঈদের ৩টি জামাত

চাঁদপুর জেলার সর্ববৃহৎ, প্রাচীন ও ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে এবার বিশেষ ব্যবস্থায় স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। 

এতে নেয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের নিদের্শিত বিশেষ ব্যবস্থাসমূহ ।

ঈদের জামাত আয়োজনে ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে ঈদুল আযহার নামাজ আদায়ে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে মসজিদ কমিটি। প্রথমটি হবে সকাল ৬.৩০ টায়,দ্বিতীয়টি হবে সকাল ৮ টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে বেলা ১০ টায় ।

প্রথম জামাতে ইমামতি করবেন মাওলানা আবদুর রঊফ,দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো.মহিউদ্দিন মামুন এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো.আনাছ ।

২০ জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় জামে মসজিদ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

চাঁদপুরের ঐতিহাসিক হাজীগঞ্জ বড় জামে মসজিদে বিশেষ ব্যবস্থাগ্রহণ সম্পর্কে মসজিদ ব্যবস্থাপনা কমিটির পক্ষে জানানো হয়,ধর্ম-মন্ত্রণালয়ের নির্দেশিত বর্তমান বৈশ্বিক করোনা সংকটের কারণে মাস্ক পরে ও স্বাস্খ্য সুরক্ষার বিধি মেনে মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে ।    বিশেষ ট্রাফিক ব্যবস্থা,আইন-শৃংখলা রক্ষায় থানা পুলিশ ও স্বেচ্ছাসেবক থাকবে ।

আবদুল গনি, ২০ জুলাই ২০২১

Share