প্রতিবারের মতো এবারও আসন্ন ঈদুল ফিতরে রাজধানীসহ বিভিন্নস্থান থেকে নৌপথে আসা যাত্রীদের জন্য প্রস্তুত নদীবন্দর চাঁদপুর। ঈদের ১০ দিন আগে থেকেই লঞ্চযোগে ঘরমুখো লক্ষাধিক যাত্রী প্রতিদিনেই বন্দর ব্যবহার করবেন। ফলে দুর্ঘটনা কিংবা অনভিপ্রেত যে কোনো পরিস্থিতি এড়াতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
ঈদের আগে ঘরমুখো মানুষের ভিড়ে পাল্টে যায় চাঁদপুরের নদীবন্দরের চিত্র। মূলত রাজধানীর সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চগুলো আসে চাঁদপুর বন্দরে। এবারও উৎসবকে কেন্দ্র করে যাত্রী পরিবহনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে লঞ্চগুলো। লঞ্চ চালক ও সংশ্লিষ্টরা বলেছেন, ‘বড় আকারের লঞ্চগুলো নদীপথে চলাচলে কিছু সমস্যা হচ্ছে। ঝড়ের কথা চিন্তা করে জাহাজ চালায়।’
এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের বন্দর এলাকায় নিরাপত্তা ও তাদের সুবিধা নিশ্চিত করার কথা জানালেন, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ‘র কর্মকর্তারা।
চাঁদপুর থানার নৌ পুলিশ উপ পরিদর্শক সিকদার হাসানুজ্জামান জানান, ‘ঈদ উপলক্ষে প্রথম রমজান থেকেই যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা অতিরিক্ত দায়িত্ব পালন করছি।’
চাঁদপুর বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘ঢাকা থেকে যাত্রী আসার জন্য আমরা রকেট লঞ্চঘাট আমরা প্রস্তুত রেখেছি।’
অন্যদিকে যাত্রীদের সার্বিক নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা জানালেন, জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।
ভিডিও
বার্তা কক্ষ