ঈদুল ফিতরের ছুটি শেষে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ (রোববার)। এদিন সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান শুরু হয়েছে।
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে স্কুল-কলেজে ১৭ দিন ও প্রাথমিক বিদ্যালয়ের ১৪ দিনের ছুটি ছিল। স্কুল-কলেজে গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে শনিবার (৭ মে) পর্যন্ত বন্ধ ছিল শ্রেণি কার্যক্রম।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল ১৪ দিন। এসব প্রতিষ্ঠানে ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ছিল ঈদের ছুটি। বিশ্ববিদ্যালয়গুলোও খুলেছে আজ।
বার্তা কক্ষ, ৮ মে ২০২২