ঈদের ছুটি শেষে আজ সরকারি অফিস খুলেছে

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ কাজে যোগ দিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা। খুলেছে অফিস, ব্যাংক, বীমা ও শেয়ারবাজার।

বৃহস্পতিবার থেকে পূর্বের যথারীতি নিয়মে ও সময়ে চলবে এসব অফিসের কার্যক্রম।

রমজান মাসে রোজাদারদের সুবিধার্থে ব্যাংক লেনদেন ও খোলা রাখার সময়সূচি পরিবর্তন করা হয়েছিল।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রমজান মাসে লেনদেন হয় ব্যাংকে। আর অফিসের সময় ২ ঘণ্টা কমিয়ে বিকাল ৪টা পর্যন্ত করা হয়।

তবে বৃহস্পতিবার থেকে পূর্ণদিবস অর্থাৎ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শেয়ারবাজারেও লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজান মাসে শেয়ারবাজারে লেনদেন হয়েছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

গত মঙ্গলবার ঈদ উদযাপন করে সারাদেশ। বুধবার ঈদের ছুটি শেষ হলেও অনেকে বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে আগামী রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি চালু হবে।

বার্তা কক্ষ, ৫ মে ২০২২

Share