Home / সারাদেশ / ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ
ঈদের

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। ঈদের ছুটি ছিল ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার)। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি পেয়েছেন। তবে ঈদের ছুটির একদিন (৯ জুলাই) পড়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।

এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হয়েছে সোমবার। আজ থেকে খুলবে সব সরকারি অফিস।

জানা গেছে, আজ অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

ঢাকা ব্যুরো চীফ, ১২ জুলাই ২০২২