কুমিল্লার দুটি মামলায় হাই কোর্ট কারাবন্দি খালেদা জিয়াকে জামিনের যে আদেশ দিয়েছিল, তাতে স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে ঈদের আগে তার মুক্তি মিলছে না।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ ২৪ জুন পর্যন্ত বহাল রেখেছে।
উচ্চ আদালতে ছুটির আগে বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস; ছুটি শেষে ২৪ জুন আদালত খুলবে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর হবে ১৬ জুন।
আপিল বিভাগ আদালত খোলার পর প্রথম দিন ২৪ জুন পর্যন্ত শুনানি মুলতবি করে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষতে নিয়মিত আপিল করতে বলেছে।
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur