ফরিদগঞ্জে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার ষোলদানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সৈয়দ মো.সোহেল হোসেন(২৮) এবং মো.আবুল বাসার পলাশ কাজী(৩৫)কে ৩০ পিস ইয়াবা ও ১’শত গ্রাম গাঁজাসহ আটক করে।

একই দিনে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার পূর্ব কাছিয়াড়া থেকে মাদক ব্যবসায়ী রিপন প্রকাশ ছোট রিপন(৩৫)কে ১৭ পিস ইয়াবাসহ আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৪৭ পিস ইয়াবা ও ১ শত গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদকঃ শিমুল হাছান

Share