চাঁদপুরের কচুয়ায় প্রভাশালী ইয়াবা সুন্দরী হাসিনা বেগমকে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফাঁদে ধরা পড়েছে। সে কচুয়া উপজেলার তালতলী গ্রামের মাহবুব আলমের স্ত্রী।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ২৭ মে বুধবার সকালে গোপন অভিযানে প্রভাবশালী ইয়াবা সুন্দরী হাসিনা বেগমকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছেন, ২৭ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম এর নেতৃত্বে ১০ দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ৩য় দিনে অভিযান পরিচালনা করে কচুয়ার তালতলী গ্রামে হাসিনা বেগমের ঘর তল্লাশী করে ৫হাজার পিস ইয়াবাসহ আসামী উম্মে হাসিনা মাদক স¤্রাজ্ঞীকে গ্রেফতার করা হয়।
পরে সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্যাহ্ অলি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়েছে ৫ হাজার পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছেন। এঘটনায় কচুয়া থানায় মামলা হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, এর আগেও হাসিনা বেগম বেশ কয়েক বার মাদকসহ ধরা পড়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া। ২৭ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur