চাঁদপুর

চাঁদপুরে গোয়েন্দা অভিযানে ‘ইয়াবা ডিলারের সহযোগী’ আটক

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮ টায়, ইয়াবা ডিলারের সহযোগী জহির হোসেন (২৮) কে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের ৫ নং ঘাট এলাকার যৌথ মাদকের ডিলার হুমায়ন হগু ও জুয়েলের ‘সেলস ম্যান’ জহিরকে পদ্মা ডিপোর সামনের রাস্তা থেকে ইয়াবাসহ আটক করাহয়।

আটককৃত ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল চাঁদপুর টাইসমকে জানান, ‘ আগের দিন ওই এলাকার যৌথ মাদকের ডিলার হুমায়ন হগু ও জুয়েলকে ধরার জন্য গেলে তাদেরকে পাওয়া যায়নি। আজ (বৃহস্পতিবার) সকালে অভিযানে গেলে তাদের সেলস ম্যান জহিরকে আটক করা হয়।

সে স্থানীয়দের বরাতে গোয়েন্দ এ কর্মকর্তা আরো জানান, ‘আটককৃত জহির মোবাইল কানে নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের নাম ধরে ফোন করতো। স্থানীয়দের কেউ কেউ বিষয়টি সত্য মনে করলেও এটি ছিলো তার প্রতারণা।’

তাদের তিন জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

স্টাফ করেসফন্ডেন্ট : আপডেট ১০:৪৪ পিএম,২৮ লাই ২০১৬,বৃহস্পতিবা
এইউ

Share