ফরিদগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ দুই মাদক মামলার আসামিকে ২২ পিস ইয়াবাসহ আটক করেছে।
২৮ এপ্রিল বুধবার রাতে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে, গোপন সংবাদের ভিত্তিতে এস আই বরকত উল্লা ও এ এস আই মোশরফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পৌর সদরস্থ কাছিয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ হাবিব(২৯)কে আটক করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইচার্জ শহীদ হোসেন জানান, মাদক ব্যাবসায়ী হাবিবকে মাদক দ্রব্য আইনে মামলা করে আদালতে প্রেরন করা হয়েছে।
তিনি আরো জানান, মাদকের সাথে সম্পৃক্ত যে হোক না কেন তাকে আইনের আওতায় এনে এ উপজেলাকে মাদকমুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে সর্বাত্মক ভাবে কাজ করে যাব ।
প্রতিবেদক:শিমুল হাছান
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur