মতলব উত্তরে ইয়াবাসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর বুধবার মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী নতুন বাজার হইতে নাওরী যাওয়ার রাস্তা নাওরী আদর্শ ডিগ্রি কলেজ সংলগ্ন নূর হোসেন এর রিক্সা সাইকেল গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মালেক(৫০) ও মোঃ সুমন (৩২)কে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মালেক(৫০) উপজেলার পশ্চিম নাউরী গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে অপর আসামী মোঃ সুমন (৩২) ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের মোঃ হানিফ প্রধানের ছেলে।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর সার্বিক দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মতলব উত্তর থানাধীন ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী এলাকা হইতে পশ্চিম নাউরী গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে মাদক ব্যাবসায়ী মালেক (৫০) এবং ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের মোঃ হানিফ প্রধানের ছেলে মো. সুমন (৩২) কে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি মালেক ও মো. সুমনকে গ্রেফতার করে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। মাদকসেবী ও কারবারীর স্থান মতলব উত্তরের মাটিতে হবে না, তাদের স্থান কারকারে। মাদক মুক্ত করার জন্য সবাইকে নিয়ে কাজ করছি।

নিজস্ব প্রতিবেদক

Share