চাঁদপুরে ইয়াবাসহ আটক ২

চাঁদপুর শহরে নতুন বাজার পুলিশ ফাঁড়ি অভিযানে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে।

জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার অধীনস্থ নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল সন্ধ্যার পর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও লেকের পাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চাঁদপুর জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম চৌধুরী (৩২) পিতা: মৃত- আঃ খালক চৌধুরী, সাং আর্দশ মুসলিম পাড়া, সহযোগী ওমর ফারুক (২৪) পিতা: মমিন বেপারী সাং মধ্য ইচলীকে ২০ পিস ইয়াবাসহ আটক করে।

আটককৃত ২ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। আদালত উভয়কে জেল হাজতে প্রেরন করে।

একটি সূত্রে জানা যায়, চলতি মাসের ৮ সেপ্টেম্বর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চাঁদপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ১ মাস অতিবাহিত না হতেই সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম চৌধুরীর এহেন অপকর্মের দায় সংগঠন নিবে না, এমন মর্মে তাৎক্ষণিক সদ্য ঘোষিত জেলা কমিটির সভা ডেকে মাইনুল ইসলাম চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রোটাঃ আফজাল কাজীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

স্টাফ করেসপন্ডেট

Share