হাজীগঞ্জ

হাজীগঞ্জে ২৬শ’ পিস ইয়াবাসহ একজন আটক

চাঁদপুরের হাজীগঞ্জে ২৬শ’ পিস ইয়াবাসহ মোঃ সোহেল হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)।

২৫ এপ্রিল রোববার ভোরে হাজীগঞ্জে উপজেলার পশ্চিম মকিমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ সোহেল হোসেন হাজীগঞ্জ উপজেলার পশ্চিম মকিমাবাদ এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। অপর আসামী মোঃ কবির হোসেন (২৭) জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এ.কে.এম দিদারুল আলম বাদী হয়ে হাজিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৭,তাং-২৫/৪/২০২১।

জানা যায়, চাঁদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এ.কে.এম দিদারুল আলম এর নেতৃত্বে সংঙ্গীয় সদস্যরা হাজীগঞ্জ উপজেলার পশ্চিম মকিমাবাদ গাইন বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় সোহেল হোসেনের বসতঘর তল্লাশি করে ২২শ’ পিস এবং কবির হোসেন ডিএনসির উপস্থিতি টের পেয়ে ৪শ পিস ইয়াবা ফেলে রেখে পালিয়ে যায়।

চাঁদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এ.কে.এম দিদারুল আলম চাঁদপুর টাইমসকে জানায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধ মাদক ব্যবসা করে আসছে।

আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৩ লাক টাকা।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২৫ এপ্রিল ২০২১

Share