চাঁদপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল শেখকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

২১ জুন সোমবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার সাপদী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ টানটু সাহা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ টানটু সাহার নেতৃত্বে এসআই/মোঃ মোতাহের হোসেন শাহীন, এএসআই/নেছার আহমেদ, এএসআই/এনায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহয়তায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন সাপদী গ্রাম হতে মাদক ব্যবসায়ী ফয়সাল শেখ (৩২), পিতা-রফিক শেখ, সাং-ক্লাব রোড বড় ষ্টেশন, বর্তমানে সাং-সাপদী (মোঃ আলী আক্কাস মোল্লার ভাড়াটিয়া), থানা ও জেলা-চাঁদপুর এর সেমি পাকা বসত ঘর হতে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২০ জুন ২০২১

Share