গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ এর অভিযানে অন্তত ২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে কুমিল্লা জেলার কোতয়ালি থানার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার এক প্রেস বার্তায় র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উজানী জোড়া গ্রামের মৃত আঃ সোবহানের ছেলে শাহজাহান (৫০) ও তার স্ত্রী রুমা (৩৯)। এসময় তাদের কাছ থেকে ১৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
আরও পড়ুন- ফরিদগঞ্জে মাদকের বড় চালানসহ বাবা-ছেলে আটক
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করার কথা স্বীকার করেছে। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট, ২২ সেপ্টেম্বর ২০২০