চাঁদপুরের ফরিদগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে ২১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর রোববার রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের গাজী দুরু বাড়ির মো. মজিবুর রহমানের ছেলে চিহ্নিত মাদক ব্যাবসায়ী সুমন গাজীকে ২১০ পিস ইয়াবাসহ আট করা হয়
অফিসার ইনচার্জ আব্দুর রকিবের নির্দেশে, এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এ বিষয়ে ওসি আব্দুর রকিব জানান, বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট, ১৪ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur