Home / জাতীয় / আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করল ইসি
election

আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন । ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮শ ৯৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইসির তথ্যানুযায়ী, ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১শ ৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫শ ২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১শ ২০ জন।

নির্বাচন কমিশন ইতোমধ্যে আসনভিত্তিক ভোটকেন্দ্রের তালিকাও প্রকাশ করতে শুরু করেছে। এ তালিকায় প্রতিটি ভোটকেন্দ্রের নাম ও অবস্থানের পাশাপাশি নারী,পুরুষ ও হিজড়া ভোটারের সংখ্যা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের সংখ্যাও যুক্ত করা হয়েছে।

ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো আসনভিত্তিক ভোটার সংখ্যার পর্যালোচনায় দেখা যায়,৩শ সংসদীয় আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে। সেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪শ ৩১ জন। অপরদিকে সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে। এ আসনে ভোটার ৮ লাখ ৪ হাজার ৩শ ৩৩ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে,ভোটার সংখ্যা ও ভোটকেন্দ্র সংক্রান্ত এসব তথ্য নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের জন্য প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।

২৪ জানুযারি ২০২৬
এ জি