ইসির ভোটের প্রস্তুতি ও সক্ষমতার বিষয়ে জানল ইইউ

নির্বাচন কমিশনের (ইসি) ভোটের প্রস্তুতির বিষয়ে জানলেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল প্রায় ঘণ্টা খানেক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম অবহিত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষমতা তুলে ধরার পাশাপাশি নির্ধারিত সময়ে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সম্মতি জানিয়েছে ইসি।

বৈঠক শেষে সফররত ইইউ প্রতিনিধি দলের প্রধান জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো চিলেরি সাংবাদিকদের বলেন, নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যালোচনায় দুই সপ্তাহের জন্য আমরা এখানে এসেছি। পর্যালোচনা শেষে ইইউ’র উচ্চপদস্থ কর্মকর্তাদের জানাবো। তারপর পর্যবেক্ষণ প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। আমাদের কোনো মিডিয়া প্রফাইল নেই, তাই কোনো প্রশ্ন নিচ্ছি না।

টাইমস ডেস্ক/ ১১ জুলাই ২০২৩

Share