রাজনীতি

‘আওয়ামী লীগ ইসিকে স্বাধীনতা প্রদান করেছে’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। যুদ্ধাপরাধীদের বিচার করে তার রায় কার্যকর করেছে। আওয়ামী লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে। রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধান করে প্রধানমন্ত্রী আজ বিশ্ব মাতৃত্বের আসন অলংকৃত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন আজ যে সকল আইন ও বিধিবিধান দ্বারা পরিচালিত হচ্ছে তার অধিকাংশই আওয়ামী লীগের করা। ইসি পৃথিবীর বহু দেশের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে। যা আওয়ামী লীগ সরকার প্রদান করেছে।

বুধবার (অক্টোবর) সকাল ১১টায় আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের শুরুতে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সিইসি আরও বলেন, আমাদের যে অফিস উপজেলা পর্যায়ে সম্প্রসারিত হয়েছে এবং আমাদের যে সুরম্য ভবনে সংলাপ আয়োজন করেছি তা সবই বর্তমান সরকারের অবদান। এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে শিক্ষা নেয়া, দীক্ষা নেয়া, সাহস নেয়া এবং অনুপ্রেরণা নেয়ার সুযোগ গ্রহণ করেছি। আবার অনেকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আজ ভিন্ন পরিস্থিতিতে দায়িত্ব পালনে আপনাদের পরামর্শ, সুপারিশ, সাহস ও নির্দেশনা নিয়ে যেন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারি সেজন্য আজকের এই সংলাপ।

নির্বাচনী রোডম্যাপের অংশ হিসেবে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে। অপরদিকে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্য চারজন কমিশনার ও ইসি’র ভারপ্রাপ্ত সচিব সংলাপে উপস্থিত আছেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১২ : ০০ পিএম, ১৮ অক্টোবর, ২০১৭ বুধবার
এইউ

Share