জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি ইসলামকে ধ্বংসের পাঁয়তারা; কিন্তু ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না, কারণ ইসলাম আল্লাহর ধর্ম।
পবিত্র জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠার ও বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন তিনি। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে কাকরাইল থেকে বিজয়নগর হয়ে মত্স্যভবনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভপূর্ব সমাবেশে এরশাদ ছাড়াও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও বক্তব্য রাখেন। সমাবেশে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ১৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭, বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur