বিশ্ব ক্রিকেটে পোস্টার বয়, ক্রিকেটের ফেরীওয়ালা নামে খ্যাত ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। যেখানে ক্রিকেট সেখানেই গেইল। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, সেটা বিগব্যাশ, আইপিএল, বিপিএল সিপিএল যায় হোক সবার দৃষ্টির কেন্দ্রে থাকেন এই উইন্ডিজ ওপেনার।
খুব আমদে আর মজার এই ক্রিকেটার মজা আর মাস্তিতে কাটাতে জীবন কাটাতে পছন্দ করে করেন, যার নিদর্শন আমরা বিভিন্ন ভাবে দেখতে পেয়েছি। এবার গেইল তার নিজের ভেরিফাইড ইন্সট্রাগ্রামে মুসলিমদের মত জোব্বা ও মাথায় টুপি পরা একটি ছবি পোস্ট করেছেন,
যা এরই মধ্যে অনেকের নজরে পড়েছে। অনেকে প্রশ্ন করেছেন ‘গেইল কি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করছেন?
আর এই ছবিতে তাকে দেখা যায় ‘লাভ সাইন’ দিয়ে দাড়িয়ে আছেন। এই পোস্টে গেইল লিখেছেন: ‘পবিত্র ভালোবাসা’
কিছুদিন আগে শেষ হওয়া এবারের বিপিএলের ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করে তার দল রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেন এই বোলারদের ত্রাস বাহাতি ব্যাটসম্যান।
হয়েছিলেন এবারের বিপিএলের সিরিজ সেরাও।
(জুম বাংলা)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১০ এ.এম, ০৪ ফেব্রুয়ারি২০১৮,রোববার।
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur