‘ইসলামের হেফাজত না করলে নাস্তিক’

chandpur times desk:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘যারা ইসলামের হেফাজত করে না তারা নাস্তিক। আর হেফাজতে ইসলামের কাজ ইসলামকে হেফাজত করা। হেফাজতে ইসলাম সেটাই করে যাচ্ছে।’

শুক্রবার দুপুরে পটিয়া উপজেলার বড়উঠান দৌলতপুর দারুল উলুম দেয়াং পাহাড় মাদ্রাসার মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমদ শফী আরো বলেন, ‘বর্তমান সময়ে যে পরিস্থিতি বিরাজ করছে তা থেকে শান্তি ফিরিয়ে আনার জন্য আল্লাহর কাছে বেশি করে আমাদের সবাইকে দোয়া চাইতে হবে। কেউ আমাদের শত্রু নয়। আমরা সবাই মুসলমান। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আর যারা ইসলামকে নিয়ে টানা হেছড়া করছে তাদের হেদায়াতের জন্য আল্লাহর কাছে দোয় চাইতে হবে।’

বড় উঠান দৌলতপুর দারুল উলুম মাদ্রাসার ছদরে মুহতামিম আলহাজ মাওলানা হাফেজ জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, বড় উঠান দৌলতপুর দারুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা আবুল হাশেম, ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসার মুহতাতিম আল্লামা মাওলানা মুহিবুল্লাহ, ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান, চট্টগ্রাম দারুল মারিফ মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ ফরিদ উদ্দীন আনসারী, নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা কুতুব উদ্দীন, জিরি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মাওলানা মুফতি মো. শোয়াইব, বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, সমাজসেবক মো. হাবিবুল্লাহ প্রমুখ।

Share