Home / চাঁদপুর / ‘ইসলামের গবেষণার জন্যে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন’
ইসলামের গবেষণার জন্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন

‘ইসলামের গবেষণার জন্যে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন’

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও আলোচনাসভায় জেলা প্রশাসক

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী, দোয়া, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার চাঁদপুর নিউ ট্রাক রোড ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় গিয়ে দোয়া, পুরস্কার বিতরণ ও আলোচনাসভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসাক মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। এ দেশে ইসলাম ধর্মের গবেষণার জন্যেই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছিলো। আজকে এ ফাউন্ডেশনের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে যে আয়োজন করা হয়েছে তাতে আমি সংশ্লিষ্টদের সাধুবাদ জানাচ্ছি।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল কুদ্দুসের সভাপ্রধানে ও হিসাবরক্ষক মো. আব্দুল হালিম এবং ফিল্ড সুপার ভাইজার মো. মোস্তফা কামালের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

||আপডেট: ০৭:০২ অপরাহ্ন, ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার

চাঁদপুর টাইমস /এমআরআর