সৌদি আরবে প্রতিষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাসী নাশীদ ব্যান্ড’র আয়োজনে ইসলামী সাংস্কৃতির প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল ১৬ এপ্রিল, রবিবার, রিয়াদের মাছেনা রিসোর্টে অত্যন্ত চমৎকার ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট আলেম মাওলানা আব্দুস সালাম পাঠোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসি গ্রুপের পরিচালক আব্দুল্লাহ আল মামুন। নাশীদ ব্যান্ডের পরিচালক আরিফ রব্বানী ও নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমীর যৌথ পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নাশীদ ব্যান্ডের প্রধান পরিচালক মহিউদ্দিন মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্বময় আজ অপসাংস্কৃতির কালো সয়লাব বয়ে চলছে খুব ঘটা করে। রমজান বলেন আর যেই মাস বলেন অসুস্থ সংস্কৃতি বিশেষ ভাবে যুবকদেরকে ঘ্রাস করে ফেলেছে। তিনি সুস্থ সবার মাঝে সাংস্কৃতির মেসেজ পৌঁছাতে প্রবাসী নাশীদ ব্যান্ডকে সরব ভূমিকা রাখতে আহ্বান করেন। এসময় তার ডিএমসি গ্রুপ বরাবরের মত নাশীদ ব্যান্ডের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাশীদ ব্যান্ডের উপদেষ্টা মাওলানা আব্দুল আলিম মাহদী, মুফতি জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান, তানভীর আহমদ, জাকির হোসাইন, সাংবাদিক সাগর চৌধুরী, সেলিম উদ্দিন দিদার, মাওলানা ওমর ফারুক রাসেল, মাওলানা ইমরান বিন আব্দুস সামাদ, মাওলানা জিয়াউল হাসান আজহারী প্রমুখ।
উপস্থিত ছিলেন নাশীদ ব্যান্ডের সহকারী পরিচালক মাসুম বিন মাহবুবুর রহমান, সঙ্গীত পরিচালক আহমদ মাহফুজ, আবৃত্তি পরিচালক শাহাদাত আল মাহদী, ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ মোল্লা, অর্থ পরিচালক খালিদ সাইফুল্লাহ, মিডিয়া পরিচালক আফজাল আহমদ, প্রচার সম্পাদক নাসির গাজী, শরিফ আহমদ, শাহাদাত ফয়েজি, ইয়াসিন আহমদ প্রমুখ।
প্রতিবেদক: সাগর চৌধুরী, ১৭ এপ্রিল ২০২৩