May 16, 2015 @ 03 : 59 AM
ইসলাম ডেস্ক:
রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এই উম্মতের তিনটি পাপের কারনে তিন ধরনের শাস্তি
বা গজব দেওয়া হবে।
শাস্তি তিনটি হল :
১. ভূমিকম্প।
২. পাথরের বৃষ্টি বা আকাশ থেকে পাথর নিক্ষেপ করা হবে।
৩. চেহারা বিকৃত করে বানর এবং শুকরে পরিনত করা হবে।
এক সাহাবী জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসুল! কখন এরুপ হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ
১.যখন মানুষ ব্যাপক হারে মদ্যপানে লিপ্ত থাকবে।
২. যখন মানুষ গায়িকা, বাদ্যযন্ত্র এবং গান বাজনায় লিপ্ত থাকবে।
৩. যখন মেয়েরা উলঙ্গ হয়ে নাচবে।
[তিরমিযী–৪১১৯]
বাঁচতে হলে এই তিনটি পাপ থেকে সমাজকে মুক্ত রাখতে হবে।
চাঁদপুর টইমস/ডিএইচ/2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur