ইসলামী যুব সেনার কচুয়া শাখার কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ফ্রন্টে’র যুবসংগঠন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার কাউন্সিল শুক্রবার বিকেলে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আব্দুল কাদের ও সাধারন সম্পাদক মহিউদ্দিন মানিক নির্বাচিত হয়।

বাংলাদেশ ইসলামী যুবসেনা কচুয়া শাখার আহবায়ক মাও. মুহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কচুয়া শাখার সভাপতি মাওলানা মুহম্মদ মনিরুজ্জামান, উদ্বোধক আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশ কচুয়া শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর শাহ আলকাদেরী। প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রশিদ সোহেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ বাদরুদ্দোজা, গাউছিয়া কমিটি বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ মাওলানা আলী আজগর নঈমী, আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. আব্দুল হক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ বাহলুল শাহ ও তাজেদারে মদিনা সুন্নীয়া হাফেজীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মো. ওমর ফারুক। এসময় বাংলাদেশ ইসলামী যুবসেনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ মে ২০২৩

Share