Wednesday, 01 July, 2015 11:15:05 PM
মেহেদী হাছান, হাজীগঞ্জ (চাঁদপুর):
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হাজীগঞ্জ শাখার উদ্যেগে মাহে রমজানের শিক্ষা ও যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল শাখা প্রধান জয়নাল আবেদীন মিয়ার সভাপতিত্বে ও ব্যাংক অফিসার গোলাম মাসুদ এর পরিচালনায় বুধবার হাজীগঞ্জ আমিনরোড বধুয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব অরুন, সাবেক সভাপতি আশফাকুল আলম চৌধুরী।
যাকাতের গুরুত্বের উপর আলোচনা পেশ করেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা অধ্যক্ষ হিফজুর রহমান,
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মীর হোসাইন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু জাফর ছিদ্দিকি, হাজীগঞ্জ কামিল মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা রফিক আহম্মেদ, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, অধ্যক্ষ মাওলানা ছগির হোসাইন, হাফেজ মাওলানা কবির হোসাইন, আলকাউছার স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিকি।
এছাড়া হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ ব্যাংকের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur