চাঁদপুর শহরের বাবুরহাটে ইসলামী ব্যাংকের ২৬৭ তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮জুন) বেলা ১১ টায় বাবুরহাট বাজারের মোবারক মার্কেটের দ্বিতীয় তলায় উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মোঃ মনিরুল ইসলাম।
কুমিল্লা জোনাল সিনিরয় প্রিন্সিপাল অফিসার মোঃ শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ রহিম বাদশা, বাবুরহাট বাজার কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জুবায়ের হোসাইন খান, তরপুরচন্ডী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলমগীর বন্দুকশী, আন নাহদা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল মাজেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বাবুরহাট উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ মোহাম্মদ নাজমুছ সাকিব। স্বাগত বক্তব্য রাখেন, মোঃ আবুল হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক,১৮ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur