ইসলামী ব্যাংক চাঁদপুর পুরানবাজার উপ-শাখার উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. চাঁদপুর শাখার পুরান বাজার উপ- শাখা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় শাখায় আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র এড: মো: জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, চাঁদপুর পুরান বাজারে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধনের মাধ্যমে পুরান বাজারের ব্যবসা-বানিজ্যের ঐতিজ্য পরিবেশ ফিরে আসবে। পুরান বাজারের সাথে স্থল ও নদী পথে যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে আরো ভালো হয়েছে। আগামীদিনে চাঁদপুর-শরিয়তপুর মেঘা প্রজেক্টসহ অনেক প্রজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ব্যবসায়ীরা এ শাখার আর্থিক কার্যক্রমের সাথে সম্পর্ক করে শাখাকে এগিয়ে নিবেন। চাঁদপুর পৌরসভা থেকে সকল সহযোগীতা থাকবে। চাঁদপুর শহরের যানজট নিরসনের জন্য আমরা কিছু পরিকল্পনা করবো।

ইসলামী ব্যাংক লি. এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের হেড অব জোন শহীদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চাঁদপুর শাখা প্রধান মো: দাউদ খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহীম তফদার, শরিফ মো: আশ্রাফুর হক।

বিশেষ অথিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সিনিয়র সহ সভাপতি বাবু সুভাস চন্দ্র রায়, সহ সভাপতি বাবু তমাল ঘোষ, চাঁদপুর পৌর ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মালেক শেখ। আরো উপস্থিত ছিলেন পুরান বাজার এম এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গনেশ চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল পাটওয়ারী, ফয়সাল হোসেন, আফজাল হোসেন, আনোয়া হোসেন, হিফজুল কোরআন শিক্ষা গবেষনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাও: মো: আসাদ দেওয়ান।

ইসলামী ব্যাংক চাঁদপুর পুরান বাজার উপ-শাখার প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ মো: ইসমাইল হোসেনের ব্যবস্থাপনায় ও ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার সহকারী প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন’র সঞ্চালনায় দু’আ ও মুনাজাত পরিচালনা করেন চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার ফিল্ড অফিসার মো: আনোয়ার হোসাইন।

ক্যাপশন: ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. চাঁদপুর শাখার পুরান বাজার উপ-শাখা উদ্বোধন করছেন চাঁদপুর পৌরসভার মেয়র এড: মো: জিল্লুর রহমান জুয়েল। সহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

Share