ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন

আলোচিত এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ ইসলামী ব্যাংক শাখার সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ ও ‘বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ’ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ পৌর শাখার সেক্রেটারি ফখরুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের রূপসা উত্তর (১৫নং) ইউনিয়নের সভাপতি নাসরুল্লাহ।

এসময় বক্তব্য দিতে গিয়ে বলেন, এস আলম গ্রুপ বর্তমান সরকার আমলে ইসলামী ব্যাংকের মতো সুনামধন্য প্রতিষ্ঠানে অদক্ষ ও অযোগ্য ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এতে সাধারণ গ্রাহকরা নানা হয়রানির শিকার হচ্ছেন। তারা বলেন, এসব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। যারা চাকরিতে বহাল থাকতে চান, তাদের পুনরায় বৈধ প্রক্রিয়ায় পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে।

বক্তারা আরও বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক ও সামাজিক ইসলামী ব্যাংকে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষায় মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে বিশেষ কোটা ও অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরনের বৈষম্যমূলক নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চার দফা দাবি উত্থাপন করেন—
১. অবৈধ নিয়োগ বাতিল,
২. মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতকরণ,
৩. পাচারকৃত টাকা ফেরত আনা,
৪. ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফরিদগঞ্জ পৌর সভাপতি জয়নাল আবেদিন, পৌর ৮নং ওয়ার্ড সভাপতি মাসুদ পারভেজ, ২নং ওয়ার্ড সভাপতি রাসেল গাজী, হাসান মিজি, আব্দুস সাত্তার, রুবেল গাজী, মো. রকিবসহ চাকরি প্রত্যাশী তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

চলমান এ আন্দোলনের মাধ্যমে বক্তারা ইসলামী ব্যাংকে সুশাসন ও মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।

প্রতিবেদক: শিমুল হাছান, ৬ অক্টোবর ২০২৫