ইসলামী জীবন অভ্যাসে পরিণত হলে সহজ : মৃত্যুই জীবনের সূচনা

‎Sunday, ‎June ‎07, ‎2015   02:52:23 AM

ইসলামিক ডেস্ক:

মানুষ দৈনন্দিন জীবনে যা করে তা অভ্যাসে পরিণত হয়ে যায়। অর্থাৎ মস্তিষ্কে ওই কর্মকাণ্ডগুলো সেট হয়ে যায়। মুসলমানদের জীবনে প্রতিটি কাজ ইসলামসম্মত হতে হবে। যেভাবে জীবনযাপন করেছেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেভাবে জীবনযাপন করেছেন সেভাবে জীবনযাপন করাই সুন্নতী জীবন, ইসলামী জীবনযাপন। যেহেতু মুসলমানগণ বর্তমানে আধুনিকতার নামে বিশৃঙ্খলায় বাঁধা পড়ে ডবংঃবৎরংবফ অর্থাৎ পাশ্চাত্যের জীবনযাপনে অভ্যস্ত ইসলামী জীবন ব্যবস্থায় অপরিচিত। বর্তমানে অধিকাংশ মুসলমান জনগোষ্ঠী বিজাতীয় ভাবধারায় গঠিত আংশিক মুসলমান। এই আংশিক সুবিধাবাদী ইসলাম আল্লাহ পাক ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট গ্রহণযোগ্য নয়। পরিপূর্ণ ইসলাম জানতে হলে অথবা বুঝতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে রাজারবাগ শরীফ-এর মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী উনার নিকট। আমি যখন রাজারবাগ শরীফ-এ প্রথম যাই তখন দেখি আমার ইসলামী জীবনযাপন একদম নতুন এবং দারুণ কষ্টের। ধরুন স্যান্ডেল কিভাবে পরতে হবে আর কিভাবে খুলতে হবে। সারাজীবন যথেচ্ছ পাদুকা পরেছি এবং খুলেছি। এরও একটা ইসলামী নিয়ম রয়েছে কে জানতো? পুরনো অভ্যাস পরিবর্তন খুবই কঠিন। স্যান্ডেল খোলার সময় বা পা আগে খুলতে হবে আর পরার সময় ডান পায়ে আগে পরতে হবে। প্রথম মনে হলো আমার উপর পাহাড় নেমে এসেছে- কিছুতেই ঠিক হয় না। ওই যে পুরনো অভ্যাস। তবুও সঠিকভাবে সুন্নত আদায়ে দৃঢ় রইলাম। কিছুদিনেই অভ্যাস পরিবর্তন হয়ে গেল। এখন বিষয়টি কঠিন নয়। এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সুন্নত প্রতিষ্ঠা করতে পারি তবেই জিন্দেগী কামিয়াব। কারণ প্রতিটি সুন্নত এনে দেয় ন্যূনতম ১০০ শহীদের মর্তবা। বিষয়টি সহজ; প্রথমে অভ্যাসে দৃঢ় থাকলে এমনি এমনি সবকিছু ঠিক হয়ে যাবে। যেমন ঘর থেকে বের হতে বা পা আগে আবার ঘরে ঢুকতে ডান পা আগে মসজিদে প্রবেশের বেলাও একই রূপ। ইস্তিঞ্জাখানায় ঢুকতে বা পা আগে, বের হতে ডান পা আগে ইত্যাদি।

ভিডিওটি দেখুন-

চাঁদপুর টাইমস : ডেস্ক/‍ডিএইচ/২০১৫

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share