ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখা।
শুক্রবার ২১ মার্চ শহরের হাসান আলী মাঠ থেকে জুমার নামাজ শেষে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় নানা স্লোগান দিতে থাকেন তারা।
বিক্ষোভ মিছিলের শুরুতে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমীর এডভোকেট মো: শাহজাহান খান, ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ মহররম আলী। আরো উপস্থিত ছিলেন জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
জুমার নামাজের পর চিশতীয়া জামে মসজিদ থেকে হাসান আলী মাঠে মুসল্লিরা সমাবেশে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়।
স্টাফ করেসপন্ডেট, ২১ মার্চ ২০২৫