ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজের ইফতার মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২২ মার্চ বিকেল ৪টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার আয়োজনে এক সুন্দর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং অতিথিরা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও এতে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা নিজামুল হক।

ইফতার মাহফিলটি ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ ইমরান হোসাইন এর সভাপতিত্বে এবং সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি তানমিম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মোহররম আলী, সাবেক সভাপতি কাউসার আলম, সাবেক সভাপতি জোবায়ের হোসাইন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সহ শহর শাখার বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ রমজানের তাৎপর্য, ত্যাগ এবং সংযমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ইসলামী ছাত্রশিবির সবসময় সমাজ সংস্কার এবং আদর্শিক নেতৃত্ব গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের সকল যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানানো হয়। তারা আরও বলেন, একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।শেষে, ইফতার মাহফিলের অতিথিরা দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

স্টাফ করেসপন্ডেট, ২২ মার্চ ২০২৫

Share