Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ইসলামপুর যুব স্পোর্টস ক্লাব ও সাইরেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ইসলামপুর

ইসলামপুর যুব স্পোর্টস ক্লাব ও সাইরেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ছয় শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে।

৪ মে বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর গ্রামের দেবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের অনুষ্ঠিত হয়।

সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ইসলামপুর যুব স্পোর্টস ক্লাব ও সামাজিক সংগঠন সাইরেনের যৌথ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করেছেন।

মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১০টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে অভিজ্ঞ ছয় জন ডাক্তার নিয়োজিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও জেলা বিএমএর সাবেক সভাপতি ডা. হারুন অর- রশিদ সাগর, চঁাদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফজলুল হক, সাফেনা ওমেনস ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সুবোধ চন্দ্র চক্রবর্তী, গাইনি, প্রসুতি রোগের চিকিৎসক ও সনোলজিস্ট ডা. নাফিসা সুলতানা, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ইসলামপুর যুব স্পোর্টস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম বুলবুল, সাইরেনের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, দপ্তর সম্পাদক সাইয়েদ পাটওয়ারী অমিত, সাবেক ইউপি সদস্য সহিদুল্ল্যাহ মিজি, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা খানম, মূলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন তালুকদার, ছাত্রলীগের নেতা সিয়াম তালুকদার, রেদোয়ান মিজি, মাজেদুল আমিন ফাহাদ, আহসান মিজি, ইব্রাহিম মজুমদার, ফিরোজ আলম, সানজিদ ফরাজি, আব্দুল কাদের মিজি, হোসেন আখন্দ, স্বাস্থ্য কর্মী জাহানারা জেরিন, কাজী ইকরামুল হক টুটুল, রাসেদ হোসেন, শিক্ষার্থী মেহেরুন নেছা প্রমূখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ৪ মে ২০২৩