ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুলহাইয়ান ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, গাজার পরিস্থিতি উদ্বেগজনক।
বিবৃতিতে বলা হয়,ইসরায়েলের আগ্রাসন বন্ধ, অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং গাজার অবরোধ ও যুদ্ধবিধ্বস্ত জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে কীভাবে রাজনৈতিক উপায় ব্যবহার করা যায় তা নিয়ে দু’দেশ আলোচনা করেছে।
১১ নবেম্বর ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur