ইসরায়েল-গাজা যুদ্ধের উল্লেখযোগ্য কিছু তথ্য

► প্রতি মিনিটে গড়ে গাজার হাসপাতালগুলোতে একজন করে আহত রোগী এবং ১৫টি করে মৃতদেহ আসছে।

► ইসরায়েলি হামলায় প্রতি ঘণ্টায় গড়ে ছয়জন শিশু এবং পাঁচজন নারী নিহত হচ্ছে।

► ইসরায়েলি বোমাবর্ষণ এবং অভিযানের কারণে গাজার প্রায় ৭০ % মানুষ বাস্তুচ্যুত।

► ইসরায়েল বোমা হামলায় প্রায় ৩০ হাজার টন বিস্ফোরক ব্যবহার করেছে । যা প্রতি বর্গকি.মি.গড়ে ৮২ টন।

► গাজায় অর্ধেক হাসপাতাল এবং ৬২ % স্বাস্থ্যকেন্দ্র কার্যকরভাবে পরিষেবার বাইরে রয়েছে।

► বোমা হামলা ও অভিযানে গাজায় ৫০ % ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত। এর মধ্যে দশ শতাংশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

এ ছাড়া এক-তৃতীয়াংশ স্কুল ক্ষতিগ্রস্ত এবং প্রায় ৯ % পরিষেবার বাইরে।
► গাজা উপত্যকায় ১৪ শতাংশ মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচ শতাংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সূত্র : আলজাজিরা

৭ নভেম্বর ২০২৩
িএজি

Share