গাজায় ইসরায়েলি হামলায় ৫০ শিশুসহ নিহত ৮৪

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫০ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। হামলায় আহত হয়েছেন আরো ১৮৬ জন। বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এসব মানুষ হতাহত হয়েছেন।

শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে নিহত হয়েছেন ৮৪ জন এবং আহত হয়েছেন ১৮৬ জন। নিহতদের মধ্যে ৫০ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক। তবে হতাহতদের সংখ্যা আরও বেশি। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, লোকবল ও উপকরণের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, শুক্রবারের পর গত এক বছরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৩ হাজার ২ শ ৫৯ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ১ হাজার ৮ শ ২৭ জন।

চাঁদপুর টাইমস রিপোর্ট
২ নভেম্বর ২০২৪
এজি

Share