চাঁদপুর-১ আসন থেকে সাবেক নির্বাচিত স্বতন্ত্র এমপি মরহুম রফিকুল ইসলাম রনি’র কনিষ্ঠ ভাই বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইসমাইল হোসেন মিয়াজী মারত্মক অসুস্থ্য হয়ে ঢাকার ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৮ জানুয়ারি ইসমাইল হোসেন মিয়াজী ডায়াবেটিস,লান্সে পানি জমা ও হার্ট সমস্যার দেখা দেয়ায় তার পরিবারের লোকজন ওই হাপাতালের নতুন ভবনের ৫তলায় ৫৬০ নাম্বার কক্ষে চিকিৎসার জন্য ভর্তি করান।
বর্তমানে তিনি ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ববাধনে রয়েছেন। এর আগে তিনি থাইল্যান্ডে চিকিৎসা শেষে ঢাকার বনশ্রী এলাকায় ছিলেন।
এদিকে কচুয়া উপজেলার আটোমোর গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইসমাইল হোসেন মিয়াজীর দ্রুত সুস্থ্যতায় কচুয়াবাসী তথা সকলের দোয়া চেয়েছেন তার পরিবার।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩১ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur