চট্টগ্রামে মসজিদে হামলা ও হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক নওমুসলিম আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ওই সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়েছে। শুক্রবার বাদ জুমা ফ্রান্স প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক কাউছার আহম্মেদ সিকদার এর উদ্যোগে ও সার্বিক আয়োজনে কচুয়া উপজেলার সিংআড্ডা বাজার বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নোয়াগাঁও, বাইছারা বাজার প্রদক্ষিন শেষে বাইছারা নতুন মাদ্রাসায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা তরিকুল ইসলাম চাঁদপুরির পরিচালনায় বক্তব্য রাখেন, গল্লাই আবেদা নূর কমপ্লেক্স এর সিনিয়র শিক্ষক মোঃ আশেক এলাহী, বাইছারা মাদ্রাসার নাজেমে তালিম হযরত মাওলানা মুফতি নূর সাফি, সিংআড্ডা মাদ্রসা মসজিদের খতিব মাওলানা বশির উল্লাহ, বাইছারা পুরাতন মাদ্রাসার শিক্ষক মাওলানা সালমান সাইফ। পরে নিহত এডভোকেট সাইফুল ইসলাম আলিপ এর জান্নাতময় জীবন কামনা কওে বিশেষ দোয়া ও মুনাজাত পেশ করেন বাইছারা মাদ্রাসার শিক্ষক মুফতি জুনায়েদ সিদ্দিকী। এসময় সিংআড্ডা, বাইছারা, নোয়াগাঁও, আইনপুর, লইয়ামেহেরসহ বিভিন্ন এলাকার কয়েক শতাধিক মুসল্লি এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur