ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে ২৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২.১৫ মিনিটে কলেজ গ্যালারি মিলানায়তনে কলেজ সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ মহসিন হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সম্পাদক এস এম মহিউদ্দিন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি ২০১৬ শেষনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০১৭ শেষনে নতুন কমিটিতে সভাপতি এস এম মহিউদ্দিন মিয়াজী, সহ-সভাপতি মোঃ নেছার উদ্দীন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেন সজীবের নাম ঘোষণা করে সংগঠনের নীতিমালা অনুযায়ী শ্বপথবাক্য পাঠ করান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার মাস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় মাস। এ মাস বাংলাদেশের কোটি কোটি জনতা এদেশের স্বাধীনতার তরে ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু আমরা আমাদের কাঙ্খিত স্বাধীনতা আজও পাইনি। এদেশের মানুষ পাকিস্তানী আমলে যেমন বৈষম্যের শিকার হতো এখনো সাধারণ জনগণ সেই বৈষম্যের শিকার । খুন, হত্যা, গুম, ধর্ষন, লুন্ঠন, দুর্নীতি এখনো হচ্ছে। সুতরাং শুধু নেতার বদল হলে কাঙ্খিত মুক্তি পাওয়া সম্ভব নয়, প্রয়োজন নীতির পরিবর্তন। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এই ৯০ ভাগ মুসলমানের দেশে মুক্তি, স্বাধীনতা পাওয়া অসম্ভব। আমাদের দেশের শাসক শ্রেণির দুর্বলতার কারণে ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হচ্ছে দেশ। আমাদেরকে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনে জর্জরিত করেছে। নিজস্ব সংস্কৃতির চর্চার পরিবর্তে ভিনদেশি সংস্কৃতির আমদানি করা হচ্ছে। গ্রীক দেবীর মূর্তিও মুসলমানের সংস্কৃতি নয়, এটা ভারতীয় সংস্কৃতি। মূর্তির সংস্কৃতি রুখে দিতে হবে। মূর্তি অপসারণের দাবিতে আগামী মাস থেকে আন্দোলন গড়ে তোলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুজাম্মিলুল হক, সেক্রেটারি শেখ মুহাঃ জয়নাল আবদীন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা কে এম ইয়াসিন রাশেদ সানী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শাহ্ জামাল গাজী সোহাগ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ রিয়াজুর রহমান, সহ-সভাপতি শেখ রায়হান মুহাঃ আকতার, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশীদ খান বেলাল, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ নুরউদ্দিন ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আফসার উদ্দীন অন্যদের মধ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দীন, অর্থ সম্পাদক মোঃ আসাদুল্লাহ সুমন, দফতর সম্পাদক মহসিন ঢালী, ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ মনজুর গাজী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
দেশের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন সে শহীদ এর জন্য এবং দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করে সম্মেলন সমাপ্তি করেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur