মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইলশেপাড় ও জয়যাত্রা টেলিভিশনের মতলব দক্ষিণ প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিবের মা ফরিদা বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)।
১৮ জুলাই রোববার রাত সাড়ে ৮টায় তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমা ফরিদা বেগম মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত নুরুল ইসলাম প্রধানের স্ত্রী। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ৮টায় নারায়নপুর গ্রামের নিজ বাড়িতে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। পরে ঘিলাতলী, চাপতলী ও বারিগাঁও যৌথ গণকবরস্থানে স্বামী মরহুম নুরুল ইসলাম প্রধানের পাশে দাফন করা হয়েছে। জানাযায় সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জানা যায়, সাংবাদিক মোজাম্মেল প্রধান হাসিবের মা ফরিদা বেগমের রোববার বিকেলের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে নারায়ণপুর বাজারের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমা ফরিদা বেগম হৃদরোগ,ব্লাডপ্রেশার ও ডায়াবেটিসে ভুগছিলেন।
এদিকে সাংবাদিক মোজাম্মেল প্রধান হাসিবের মা ফরিদা বেগমের মৃত্যুতে ইল্শেপাড় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান এবং প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনসহ ইল্শেপাড় পরিবারের অন্যান্যরা এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur