Home / শিল্প-সাহিত্য / ইলিয়াস তপুর ভালোবাসার কবিতা ‘ব্যস্ততা’
Nari_Love-Man

ইলিয়াস তপুর ভালোবাসার কবিতা ‘ব্যস্ততা’

টানাপোড়েন সম্পর্কটা ভেস্তে যাক
এ আমি চাইনি!
কোনদিনও চাই না।
স্বচ্ছ কাচের ন্যায় তুমি তোমাকে
সন্তর্পনে সঁপে দেও আমার কাছে
এ কথা ঘুণাক্ষরেও কখনো ভাবিনি।
কিংবা সবকিছু ছেড়ে দিয়ে আমাকে একমাত্র আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো
এমন অলক্ষণা কথাও একবারও ভাবিনি।
জানি তোমার ব্যস্ততা রয়ে গেছে আজও!
যেমন ব্যস্ত হয়ে পড়েছিলে,
হ্যাঁ! হ্যাঁ! খুব ব্যস্ত হয়ে পড়েছিলে সম্পর্কের শুরুর দিনগুলোতে।
এক মুহূর্ত সময়ও তখন আমাকে ছাড়া চলতো না তোমার!
আর আজ?
মাস গত হয়, বছর এসে পালাবদল করে আমার জন্মান্ধ দু’ চোখ তোমার ছায়াও খোঁজে পায় না।
অথচ আমার সকল ব্যস্ততা আজ তোমাকে ঘিরেই,
দিনের শুরু থেকে রাত
তোমাকে ভাবতে ভাবতেই ফুরিয়ে যায় সময়।
বরাবর বেখায়ালি আমি আজকাল নিয়ম করে তোমাকে শুভকামনা জানাই।
আমাকে ঘিরে তোমার ব্যস্ততা এখন আর নেই,
কী অদ্ভুত! দেখো —
আজ আমি তোমাকে নিয়েই ব্যস্ত।

 

ইলিয়াস তপু, সিলেট

 

|| আপডেট: ০১:১৮ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারি ২০১৬, রোববার

এমআরআর