প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে গত ১৩ অক্টোবর হতে ২৯ অক্টোবর পর্যন্ত ২ শ ৪২ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশসহ জেলা ও উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ১শ ৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদন্ড এবং ১শ ১১ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।
২৯ অক্টোবর সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।
মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর নৌ-সীমানায় কাজ করছে চাঁদপুর নৌ-থানা, মোহনপুর,আলু বাজার,নীলকমল,হরিণাঘাট ও বেলতলি পুলিশ ফাঁড়ি।
নৌ পুলিশ চাঁদপুর মিডিয়া সেল থেকে জানায়,১৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে অংশগ্রহণ করে ২৪২ জেলেকে গ্রেপ্তার করেন। এ সময় জাল জব্দ করা হয় ৪৬ লাখ ৮১ হাজার ৬ শ ১৫ মিটার কারেন্টজাল,১ হাজার ৬শ ৪ কেজি ইলিশ ও ৮৫ টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
এসব ঘটনায় জেলা প্রশাসন থেকে অভিযানে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ২০টি। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড ও চাঁদপুর নৌ-থানা হেফাজতে রয়েছে।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন,‘ ইলিশের বাড়িতে ইলিশের নিরাপদ প্রজনন সম্পন্ন করতে আমাদের প্রতিটি ইউনিট দিন ও রাতে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের অভিযানগুলো সফল। বাকি সময়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
৩০ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur