চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ১১ অক্টোবর সোমবার সকালে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময় অন্যানদের মধ্য বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, সমাজ সেবা অফিসার জামাল হোসেন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্য মোঃ আব্দুর রশিদ, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী উপ- পরিচালক কে এম দিদারুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভুট্রাচার্য, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালেহ আহমেদ জিন্নাহ, সদর উপজেলা তথ্য আপা ফাতেমা বিনতে হানিফ, আনসার ভিডিপির কর্মকর্তা শরীফ উদ্দিন, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাশেম খান, ৭ নং তরপুচন্ডী ইউপি সচিব তাসলিমা বেগম প্রমুখ।
এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, ‘মাদকের নিয়ন্ত্রনের নামে অযথা মানুষকে হয়রানি না করে, যারা মাদকের সাথে ঝড়িত তাদেরকে চিহৃত করে আইনের আওয়াত্তায় নিয়ে আসতে হবে। মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে, এ বিষয়গুলো মাথায় নিয়ে প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরতে হবে।’
তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী ন্যায় সংঘত সকল কাজ করতে পারে, আমরা পরিনা, আমরা জনপ্রতিনিধি, চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় দিয়ে বিভিন্ন চালানে ইয়াবা যায়, সে বিষয়টা গরুত্ব সহকারে দেখতে হবে, চুরি ছিনতাই বন্ধ করার জন্য সকলে মিলে কাজ করতে হবে। হরিনা ফেরিঘাটে বিভিন্ন টোল আদায়ের বিষয়ে চার্ট করে দিতে হবে। যারা আইন-শৃঙ্খলা সাথে ঝড়িত, তাদেরকে একটু ভাল ভাবে সহযোগীতা করলে দ্রুত আপরাধ কমে আসবে। আপনারা আমাদের সেবার্য মান একটু বাড়িয়ে দেন।’
‘ইলিশ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইলিশ আমাদের সম্পদ, অভাশ্রমের সময়ে নদীতে জেলেরা যাতে মাছ স্বীকার করতে না পরে সেদিকে লক্ষ্যে রাখতে হবে। সামনে শারদীয় উৎসব, এ সময় আইন-শৃঙ্খলার যাতে ব্যাঘাত না ঘটে সে জন্য কাজ করতে হবে। পূজা মন্ডপগুলোতে প্রশাসনিক নজরধারী রাখতে হবে।’
সদর উপজেলা ইউএনও সানজিদা শাহনাজ বলেন, ‘আমাদের চাঁদপুরে বাল্য বিয়ে বন্ধ করা হচ্ছে, বাল্য বিয়ে বন্ধ করার জন্য সকল চেয়ারম্যান সঠিক ভাবে কাজ করে যাচ্ছে।’
চাঁদপুরে বাল্য বিয়ে বন্ধ করতে ইউনিয়নের কাজীদের নিয়ে বসতে হবে, যে সব কাজী বাল্য বিয়ে করাচ্ছে,তাদেরকে আইনের আওয়াত্তায় এনে সাজা দিলে বাল্য বিয়ে বন্ধ হবে।
তিনি বলেন, জন্ম নিবন্ধনের বিষয়ে চেয়ারম্যানদের সচেতন হতে হবে। জন্ম নিবন্ধনের বয়স বাড়ানো কমানো বিষয়গুলো ভাল ভাবে দেখতে হবে। সহযে জন্ম নিবন্ধনের বয়স বাড়ানো কিংবা কমানো যাবেনা। জন্মের, ৪৫ দিনের মধ্য, জন্ম নিবন্ধন করতে সকলকে উৎসাহ করতে হবে। তাদেরকে অভিনন্দন বার্তা পাঠালে জন্ম নিবন্ধন করতে মানুষ উৎসাহ হবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১১ অক্টোবর ২০২১