Home / সারাদেশ / কুমিল্লায় মা ইলিশ রক্ষায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
ইলিশ

কুমিল্লায় মা ইলিশ রক্ষায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে মা ইলিশ রক্ষায় জেলে প্রতিনিধিদের করণীয় শীর্ষক আলোচনা সভা। গতকাল কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোঃ আবদুস ছাত্তার।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জেলে ও জেলে প্রতিনিধিদের কি করনীয় আলোচনায় এসব বিষয় উঠে আসে। এসময় জেলেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন জেলে প্রতিনিধিগণ।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে মৎস্য বিভাগের সহযোগিতায় ও টেকসই উন্নয়নে আন্তঃদেশীয় নদী প্রকল্পের ব্যবস্থাপনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মোঃ মনির হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র সহকারি পরিচালক আবু সাইদ, কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন, বাংলাদোশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী রিয়াজ, সংগঠনটির কুমিল্লা জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি রংপুর বিভাগের সভাপতি মোঃ ওমর ফারুক, সাবেক মেম্বার কাজল মিয়া, মোঃ শহিদুল্লাহ, মেঘনা উপজেলা শাখার সভাপতি মোঃ মিঞা গিয়াস উদ্দিন জমিদার, তিতাস উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ আঃ হক, লক্ষীপুর জেলা শাখার সভাপতি নাসির মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছবুর।

প্রতিবেদকঃ জাহাঙ্গীর আলম ইমরুল,২৩ সেপ্টেম্বর ২১